ডব্লুসিএলে ভারতের ভরাডুবি, তবুও রায়নার দাবি: পাকিস্তানকে গুঁড়িয়ে দিতাম
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লুসিএল) ভরাডুবি হয়েছে ভারতের। লিগ পর্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে দলটি। একমাত্র জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, আর পাকিস্তানের সঙ্গে ম্যাচ বাতিল হওয়ায় ভাগাভাগিতে পেয়েছে অতিরিক্ত এক পয়েন্ট। মাত্র তিন পয়েন্ট নিয়েই রানরেটের জোরে সেমিফাইনালে ওঠে ভারত।
তবে সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ওয়াকআউট করে দলটি। ফলে পাকিস্তান খেলে ছাড়াই ফাইনালে যায়, আর ভারত ছিটকে পড়ে। অপর সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
ফাইনালে পাকিস্তান ২০ ওভারে ১৯৫ রান তুললেও এবি ডি ভিলিয়ার্সের ৬০ বলে ১২০ রানের দুর্দান্ত ইনিংসে সহজেই শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা।
এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই লিগ পর্বে মাত্র ১১১ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। এরপরও সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না দাবি করেছেন, ভারত খেললে পাকিস্তানকে গুঁড়িয়ে দিত। সামাজিকমাধ্যম এক্সে তিনি লেখেন,
‘এবি ডি ভিলিয়ার্স দুর্দান্ত খেলেছে। যদি আমরা খেলতাম, আমরাও পাকিস্তানকে এভাবেই গুঁড়িয়ে দিতাম। তবে আমরা আমাদের দেশকে আগে রেখেছি।’
রায়নার এই মন্তব্য ঘিরে সামাজিকমাধ্যমে চলছে ব্যাপক হাস্যরস।
Comments
Post a Comment