“খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান আকরামের: ‘খেলোয়াড়রাই আমাদের সবচেয়ে বড় শক্তি’”


বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে কাঠামোগত উন্নয়নখেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান। তার মতে, আর্থিক নিরাপত্তা, উন্নত উইকেট এবং আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা বৃদ্ধি ছাড়া আন্তর্জাতিক মানে পৌঁছানো সম্ভব নয়।

খেলোয়াড়দের সুযোগ-সুবিধায় গুরুত্ব

আকরাম বলেন, “অন্য দেশগুলো যেভাবে এগিয়ে, আমরা হয়তো সেভাবে এগোতে পারিনি। তবে যদি খেলোয়াড়দের আর্থিকভাবে সহায়তা, ভালো উইকেট এবং প্রয়োজনীয় সুবিধা দেওয়া যায়, আমরাও একসময় সাফল্য পাব। সম্প্রতি বাংলাদেশ দুটি সিরিজে ভালো খেলেছে। সুযোগ-সুবিধা বাড়লে আরও ভালো করবে।”

তিনি আরও যোগ করেন, “খেলোয়াড়রাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের যেন কোনো অসুবিধা না হয়, সেটা দেখা আমাদের দায়িত্ব।”

আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট উন্নয়নে পরিকল্পনা

বাংলাদেশে মেধাবী খেলোয়াড়দের খুঁজে পেতে আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এ বিষয়ে আকরাম জানান, “আমরা চট্টগ্রামে একটি আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছি। এখান থেকে যদি ২-৩ জন ভালো খেলোয়াড় উঠে আসে, তারা এনসিএলের মতো টুর্নামেন্টে চট্টগ্রামের হয়ে খেলতে পারবে।”

তিনি আরও বলেন, “সব ফরম্যাটে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আছে। আঞ্চলিক ক্রিকেট যত দ্রুত শুরু হবে, খেলার মানও তত বাড়বে। বাংলাদেশে অনেক মেধাবী খেলোয়াড় আছে, সবাইকে সুযোগ দেওয়া জরুরি। এই ধরনের টুর্নামেন্ট থেকে অনেক খেলোয়াড় পাওয়া যাবে।”

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে