স্লো উইকেটের সমালোচনা: গামিনীর বিকল্প খুঁজছে বিসিবি, সিলেটে রানসমৃদ্ধ পিচের লক্ষ্য


 বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে নতুন পরিকল্পনায় এগোচ্ছে। এক যুগেরও বেশি সময় ধরে কিউরেটরের দায়িত্বে থাকা লঙ্কান বিশেষজ্ঞ গামিনী ডি সিলভা সাম্প্রতিক বছরগুলোতে স্লো উইকেট তৈরি করার কারণে সমালোচিত হচ্ছেন। চুক্তি নবায়ন করা হলেও, তাঁর বিকল্প খোঁজার কাজও শুরু করেছে বিসিবি।

ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, “অবশ্যই গামিনীর বিকল্প খোঁজা হচ্ছে।”

এদিকে এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আবুধাবির উইকেটের মতো পরিবেশ তৈরি করতে চায় বাংলাদেশ দল। তবে ফাহিম মনে করেন, দেশের মধ্যে সবচেয়ে ভালো ব্যাটিং সহায়ক উইকেট তৈরি সম্ভব সিলেটে। তিনি বলেন, “টি-টোয়েন্টিতে রান হওয়া দরকার। সিলেটই বোধহয় সেই জায়গা যেখানে অন্তত ১৭০-১৮০ রানের উইকেট তৈরি সম্ভব। সুযোগ থাকলে ২০০ রানের উইকেটও বানাতে চাই।”

ফাহিম আরও জানান, তিনি সম্প্রতি সিলেটের উইকেট পরিদর্শন করেছেন এবং বিশ্বাস করেন ব্যাটিং সহায়ক পিচ তৈরি করা সম্ভব। তাঁর ভাষায়, “আমরা এমন উইকেট চাই না যেখানে ১৩০-১৪০ রান তুলতে কষ্ট হয়। আমাদের হাতে সময় আছে, ভালো উইকেট তৈরি না হওয়ার কোনো কারণ নেই।”

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে