বাস্তবায়ন ছাড়া বিসিবির বৈঠকগুলো অর্থহীন :মুশফিকের মন্তব্য
জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বিসিবির আয়োজিত ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ বৈঠকে অংশ নিতে না পারার ব্যাখ্যা অনুষ্ঠানের মঞ্চেই দিলেন মুশফিকুর রহিম। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়ালে অতিথি হয়ে যোগ দেন তিনি।
বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছিলেন, ক্রিকেটাররা মন খুলে তাঁদের সমস্যার কথা বলেছেন। একদিন পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুশফিকও এই আয়োজনকে “ভালো উদ্যোগ” আখ্যা দেন। তবে তাঁর স্পষ্ট মন্তব্য, “বাস্তবায়ন যত দিন না হবে, এসব বৈঠক ফলপ্রসূ হবে না।”
জাতীয় দলের সাবেক অধিনায়ক আরও বলেন,
“আমরা তো ক্যারিয়ারের প্রায় শেষ দিকে। আশা করি পরের প্রজন্মের জন্য এমন পরিবেশ রেখে যেতে পারব, যাতে তাঁরা নিয়মিত খেলতে পারে, উন্নত মাঠ ও অনুশীলনের সুযোগ-সুবিধা পায়।”
মুশফিক বিশ্ব ক্রিকেটের অগ্রগতি ও বাংলাদেশের পিছিয়ে থাকার বিষয়টিও তুলে ধরেন। তাঁর মতে, সঠিক সাপোর্ট ও পরিকাঠামো পাওয়া গেলে বাংলাদেশের ক্রিকেট আরও অনেক এগিয়ে যাবে।
বৈঠকে ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটের নানা সমস্যার কথাও তুলে ধরেছেন, বিশেষ করে উইকেটের মান নিয়ে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় লিগ টি–টোয়েন্টি, এরপর অনুষ্ঠিত হবে জাতীয় লিগের চার দিনের আসর।
সেখানে খেলার ব্যাপারে জানতে চাইলে মুশফিক বলেন, “যদি কোনো দল নেয়, জাতীয় লিগে খেলার ইচ্ছে আছে। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হওয়ার চেষ্টা করছি, এখন দেখা যাক।”
Comments
Post a Comment