ছয় বলে ৬ টি ছক্কা মেরে এশিয়া কাপের মিশনেই তাণ্ডব চালালেন হৃদয় ,গড়লেন নতুন ইতিহাস

 

এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। লাল-সবুজ ভাগ হয়ে খেলা এই ম্যাচে দাপট দেখিয়েছে বিসিবি সবুজ দল। সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের ঝোড়ো ব্যাটিংয়ে তারা দাঁড় করায় ২০৩ রানের বড় সংগ্রহ। জবাবে লিটন দাসের নেতৃত্বাধীন বিসিবি লাল দল ব্যাট হাতে ব্যর্থ হয়ে অলআউট হয় মাত্র ১৩৬ রানে। ফলে ৬৭ রানের জয় তুলে নেয় সবুজ দল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে সবুজ দলকে উড়ন্ত সূচনা এনে দেন শান্ত ও সৌম্য। ইনিংসের তৃতীয় ওভারে ৪০ রানের উদ্বোধনী জুটি ভাঙলেও ছক্কা-চারে ১২ বলে ২১ রান করেন শান্ত। এরপর সৌম্যর সঙ্গে জুটি বাঁধেন মাহফিজুল। এই জুটিতে আসে ৮২ রান। মাহফিজুল খেলেন ২৭ বলে ৪৪ রানের ইনিংস, আর সৌম্য আউট হওয়ার আগে করেন ৪১ রান। শেষ দিকে জাকের আলী অনিক তিন ছক্কার মারে ২৩ বলে অপরাজিত ৩৫ রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভার শেষে সবুজ দলের সংগ্রহ দাঁড়ায় ২০৩/৫। লাল দলের হয়ে খালেদ আহমেদ নেন ৩ উইকেট।

লক্ষ্য তাড়ায় লাল দলের ব্যাটাররা শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। ওপেনার পারভেজ ইমন ১ ও তানজিদ হাসান তামিম করেন মাত্র ৮ রান। লিটন দাস ৩৩ রান করলেও দলের হাল ধরতে পারেননি। একমাত্র উজ্জ্বল দিক ছিলেন তাওহীদ হৃদয়, যিনি খেলেন ৫৬ রানের ইনিংস। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ১৫.৪ ওভারে অলআউট হয়ে যায় লাল দল।

সবুজ দলের হয়ে শরিফুল ইসলাম ৩/১৭, সাইফউদ্দিন ৩/১৯ ও তাসকিন আহমেদ ২/৩০ নিয়ে বোলিং আক্রমণকে শক্তিশালী করেন।

সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি সবুজ দল – ২০৩/৫ (শান্ত ২১, সৌম্য ৪১, মাহফিজুল ৪৪, জাকের ৩৫*; খালেদ ৩/৪৪)
বিসিবি লাল দল – ১৩৫/১০ (তানজিদ ৮, ইমন ১, লিটন ৩৩, হৃদয় ৫৬; শরিফুল ৩/১৭, সাইফউদ্দিন ৩/১৯, তাসকিন ২/৩০)

👉 সবুজ দলের জয় ৬৭ রানে।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে