“টি-টেনের ইতিহাসে ঝড়: এক ওভারে উসমান গনির ৪৫ রান, ইনিংসে ১৫৩”


 বর্তমানে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ টি-টেন। যদিও এখনো এটি পেশাদার ক্রিকেটের স্বীকৃতি পায়নি, তবুও বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন হয়ে থাকে, যেখানে ব্যাটারদের মারকাটারি ব্যাটিং থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার ইংল্যান্ডে চলমান ইসিএস টি-টেন লিগে এমনই এক তাণ্ডব চালালেন আফগানিস্তানের ব্যাটার উসমান গনি। এক ওভারেই তিনি তুলেছেন অবিশ্বাস্য ৪৫ রান

লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন উসমান গনি। প্রতিপক্ষ গিল্ডফোর্ডের বোলার উইল এর্নির একটি ওভারেই তিনি মারেন ৫ ছক্কা ও ৩ চার (এর মধ্যে একটি চার এসেছে ওয়াইডসহ অতিরিক্ত থেকে)। মোট ৯ বলের সেই ওভারে এর্নির বোলিং বিশ্লেষণ ছিল—৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪

শুধু ওই ওভারেই নয়, পুরো ম্যাচজুড়ে ছিলেন আগ্রাসী। ৪৩ বলে খেলেছেন বিধ্বংসী ১৫৩ রানের ইনিংস, যেখানে ছিল ১৭টি ছক্কা এবং ১১টি চার। তার ব্যাটিং স্ট্রাইকরেট ছিল অবিশ্বাস্য ৩৫৫.৮১

উসমানের ঝড়ো ইনিংসে ভর করে লন্ডন কাউন্টি ১০ ওভারে তোলে ২২৬ রান। জবাবে গিল্ডফোর্ড করতে পারে মাত্র ১৫৫ রান, ফলে ৭১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লন্ডন কাউন্টি।

বর্তমানে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ টি-টেন। যদিও এখনো এটি পেশাদার ক্রিকেটের স্বীকৃতি পায়নি, তবুও বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন হয়ে থাকে, যেখানে ব্যাটারদের মারকাটারি ব্যাটিং থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার ইংল্যান্ডে চলমান ইসিএস টি-টেন লিগে এমনই এক তাণ্ডব চালালেন আফগানিস্তানের ব্যাটার উসমান গনি। এক ওভারেই তিনি তুলেছেন অবিশ্বাস্য ৪৫ রান

লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন উসমান গনি। প্রতিপক্ষ গিল্ডফোর্ডের বোলার উইল এর্নির একটি ওভারেই তিনি মারেন ৫ ছক্কা ও ৩ চার (এর মধ্যে একটি চার এসেছে ওয়াইডসহ অতিরিক্ত থেকে)। মোট ৯ বলের সেই ওভারে এর্নির বোলিং বিশ্লেষণ ছিল—৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪

শুধু ওই ওভারেই নয়, পুরো ম্যাচজুড়ে ছিলেন আগ্রাসী। ৪৩ বলে খেলেছেন বিধ্বংসী ১৫৩ রানের ইনিংস, যেখানে ছিল ১৭টি ছক্কা এবং ১১টি চার। তার ব্যাটিং স্ট্রাইকরেট ছিল অবিশ্বাস্য ৩৫৫.৮১

উসমানের ঝড়ো ইনিংসে ভর করে লন্ডন কাউন্টি ১০ ওভারে তোলে ২২৬ রান। জবাবে গিল্ডফোর্ড করতে পারে মাত্র ১৫৫ রান, ফলে ৭১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লন্ডন কাউন্টি।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে