মেসির দেহরক্ষী লিগস কাপে নিষিদ্ধ, ইন্টার মায়ামির ওপর জরিমানা
সম্প্রতি মেজর লিগ সকারে (এমএলএস) অল-স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। সেই ঘটনায় ক্ষোভে ফুঁসছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে সেই বিতর্কের রেশ কাটার আগেই নতুন করে বিতর্কের জন্ম দিল আরেকটি নিষেধাজ্ঞা—এবার শাস্তির মুখে পড়েছেন মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকো।
ইএসপিএনের বরাতে জানা যায়, লিগস কাপ ২০২৫-এর একটি ম্যাচ শেষে নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁকে টুর্নামেন্টের বাকি অংশজুড়ে টেকনিক্যাল এরিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শৃঙ্খলা কমিটির বিবৃতি অনুযায়ী, ৩০ জুলাই ক্লাব আটলাসের বিপক্ষে ম্যাচের পর পরিচয়পত্র ছাড়াই নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে অশোভন আচরণ করেন ইন্টার মায়ামির প্রতিনিধি দলের এক সদস্য। পরে জানা যায়, সেই সদস্য ছিলেন মেসির ব্যক্তিগত দেহরক্ষী।
মাঠে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার মুহূর্তে মেসির নিরাপত্তা রক্ষায় তাঁর দেহরক্ষী প্রবেশ করলেও, এটিকে নিয়মবহির্ভূত বলে গণ্য করে কর্তৃপক্ষ। আটলাসের খেলোয়াড়রা এ নিয়ে আপত্তি জানান এবং লিগস কাপ কর্তৃপক্ষও দ্রুত পদক্ষেপ নেয়।
ফলে ইন্টার মায়ামির ওপর আরোপ করা হয়েছে একটি অপ্রকাশিত অর্থদণ্ড। এই ঘটনায় দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে সমর্থকদের মধ্যেও।
আটলাসের ডিফেন্ডার দোরিয়া বলেন, “নিরাপত্তা জরুরি, তবে খেলোয়াড়দের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপের অধিকার কারও নেই।”
ইন্টার মায়ামির পক্ষ থেকে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
Comments
Post a Comment