একাধিক চমক দিয়ে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ

 


সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যার পর্দা উঠবে আগামী ৯ সেপ্টেম্বর এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। সবচেয়ে আকর্ষণীয় খবর হলো—১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে।


এবারই প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিচ্ছে ৮টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে:


*গ্রুপ-এ:

* ভারত

* পাকিস্তান

* ওমান

* সংযুক্ত আরব আমিরাত (স্বাগতিক)


*গ্রুপ-বি:

* বাংলাদেশ

* আফগানিস্তান

* শ্রীলঙ্কা

* হংকং


এশিয়া কাপ ২০২৫ এর জন্য বাংলাদেশের সম্ভাব্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি):


* লিটন দাস (অধিনায়ক)

* তানজিদ হাসান তামিম

* পারভেজ হোসেন ইমন

* তাওহিদ হৃদয়

* জাকের আলী অনিক

* শামীম হোসেন

* শেখ মেহেদী হাসান

* নুরুল হাসান সোহান

* রিশাদ হোসেন

* নাসুম আহমেদ

* তাসকিন আহমেদ

* মোস্তাফিজুর রহমান

* শরিফুল ইসলাম

* তানজিম হাসান সাকিব

* মোহাম্মদ সাইফউদ্দিন


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে