ব্যাট হাতে ঝড় তুলে নতুন বিশ্বরেকর্ড গড়লেন তাওহীদ হৃদয়
বাংলাদেশ জাতীয় দলের সাদা বলের ক্রিকেটের নিয়মিত মুখ তাওহীদ হৃদয় ওয়ানডেতে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই কীর্তি গড়েন তিনি। এর আগে প্রথম ওয়ানডেতে ১ রান করে আউট হলেও, দ্বিতীয় ম্যাচে বাকি ১৫ রান পূর্ণ করে এই রেকর্ড নিজের করে নেন হৃদয়।
৫০ ওভারের ক্রিকেটে মাত্র ১৪ ইনিংসেই ৫০০ রান পূর্ণ করে নজর কেড়েছিলেন হৃদয়। এরপর আরও ১৮ ইনিংস খেলেও হাজার রানের মাইলফলক ছুঁতে পারেননি। তবে এবার মোট ৩৩ ইনিংস খেলে ওয়ানডেতে ১০০০ রানের কোটা পূরণ করলেন তিনি।
ওয়ানডেতে বাংলাদেশের ২৫তম ক্রিকেটার হিসেবে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তাওহীদ হৃদয়। ইনিংস বিবেচনায় তিনি বাংলাদেশের তৃতীয় দ্রুততম হাজার রান সংগ্রাহক। হৃদয়ের চেয়ে কম ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছেন কেবল শাহরিয়ার নাফিস (২৯ ইনিংস) ও এনামুল হক বিজয় (২৯ ইনিংস)।
উল্লেখ্য, ওয়ানডেতে ৩৪ ইনিংসে হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ইমরুল কায়েস ও নাসির হোসেন, যারা বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন।
৫০ ওভারের ক্রিকেটে বর্তমানে খেলছেন এমন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান লিটন দাসের। ৯৪ ইনিংসে ২৯ গড়ে তিনি ২৫৬৯ রান করেছেন। তবে গেল এক বছরে লিটনের পারফরম্যান্সে বেশ ভাটা দেখা গিয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশেও তিনি জায়গা পাননি। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় তাকে দ্বিতীয় ওয়ানডে থেকে বাদ দিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ দল।
Comments
Post a Comment