এখন থেকে বাংলাদেশের সব সিরিজে খেলবেন সাকিব, সাফ জানিয়ে দিলেন বুলবুল



 বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় নামটি আবারও ফিরছেন— সাকিব আল হাসান! বিসিবির শীর্ষ পর্যায়ে চলছে জোরালো আলোচনা, এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাকিবকে ফেরাতে নেওয়া হয়েছে এক বিশেষ পরিকল্পনা। বিশ্বকাপের জন্য প্রস্তুতি হিসেবে সাকিবকে সব 'অ্যাওয়ে সিরিজে' খেলার ছকে রাখা হবে।



বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই বিষয়ে বড় ঘোষণা দিয়ে বলেছেন, "সাকিবের অভিজ্ঞতা ও লিডারশিপ আমাদের দরকার। তাকে নিয়ে ২০২৬ বিশ্বকাপে নতুনভাবে ভাবছি। সব অ্যাওয়ে সিরিজে তাকে খেলানোর পরিকল্পনা করছি।"



সাকিবের এই প্রত্যাবর্তন বাংলাদেশ ক্রিকেটের জন্য একাধিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ:


* ভারসাম্যপূর্ণ স্কোয়াড: সাকিব ফিরলে বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড হবে অনেক বেশি ভারসাম্যপূর্ণ।

* নেতৃত্ব ও অভিজ্ঞতা: বিশ্বকাপের আগে দল পাবে নেতৃত্ব ও অভিজ্ঞতার এক বিশাল অনুপ্রেরণা।

* অভাবনীয় অলরাউন্ডার: ব্যাট-বল দুই দিকেই সাকিবের অভাব পূরণ করা প্রায় কারও পক্ষে অসম্ভব।


সাকিব ফিরলে দলের চিত্র বদলাবে, খেলোয়াড়দের মনোবল বাড়বে—এক কথায়, টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিশ্ব মানচিত্রে অবস্থানের পরিবর্তন আসতে পারে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে