বিসিবির নতুন উদ্যোগ এখন থেকে জাতীয় দলে আর কেউ হবে না অবহেলিত
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে দুর্দান্ত পারফর্ম করছেন নুরুল হাসান সোহান। তার নেতৃত্বে দলটি টানা সবগুলো ম্যাচে জিতে পৌঁছে গেছে ফাইনালে। মাঠের এই সফলতার পেছনে সোহানের নেতৃত্বগুণ ও ক্রিকেটীয় দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
টানা তিন জয় নিয়ে জিএসএলের ফাইনালে পা রেখেছে রংপুর রাইডার্স। দুবাই ক্যাপিটালসকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের দিনেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সোহান। ১৮ বলে ৩৪ রানের হার না মানা এক ক্যামিও ইনিংস খেলেছেন তিনি। বোলাররাও দারুণ বোলিং করেছেন, যার ফলে ৮ রানে ম্যাচ জিতেছে রংপুর।
সবগুলো ম্যাচেই রংপুর খুব কাছে গিয়ে ম্যাচ জিতেছে। এক্ষেত্রে অধিনায়ক সোহানের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সোহানের অধিনায়কত্ব ও দারুণ পারফরম্যান্সে মুগ্ধ বিসিবি পরিচালক ফাহিম। তিনি নিজেও সোহানের ভক্ত বলে জানান।
বুধবার গণমাধ্যমের সাথে আলাপকালে সোহানের প্রশংসায় ফাহিম বলেন, "সোহান খুবই ভালো একজন অধিনায়ক ও একজন খুবই ভালো খেলোয়াড়। ভালো লিডার ও ভালো মোটিভেটর। আমি সোহানকে খুব হাইলি রেট করি এবং আমি ওর একজন ভক্ত। চমৎকার ক্রিকেটার সে।"
সোহানের প্রতি নির্বাচকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন তিনি, "ওর দিকে আমাদের নির্বাচকদের ভালো নজর আছে।"
সোহানের বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা জাতীয় দলের ভবিষ্যতের জন্য সহায়ক হবে বলেও মনে করেন ফাহিম। তিনি বলেন, "আমি খুশি যে সোহান জিএসএলে খেলছে এবং ভালো অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছে। এই অভিজ্ঞতা শুধু ওখানে না, আমাদের জাতীয় দল গঠনের ক্ষেত্রেও কাজে আসবে।"
উল্লেখ্য, উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে পরিচিত সোহান জাতীয় দলে জায়গা হারালেও ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিক পারফর্ম করে আবারও সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। জিএসএলে তার নেতৃত্বে রংপুর রাইডার্স এখন শিরোপার দোরগোড়ায়।
Comments
Post a Comment