অঘোষিত ফাইনালে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ
সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চে শিরোপার শেষ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। এই ম্যাচই নির্ধারণ করবে কোন দল শ্রেষ্ঠত্বের মুকুট পরবে। বাংলাদেশের সামনে সমীকরণটা বেশ সহজ: জিতলে অথবা ড্র করলেই চ্যাম্পিয়ন হবে তারা। তবে যদি হেরে যায়, তবুও কি শিরোপা জেতার কোনো সুযোগ থাকবে?
পুরো আসরজুড়ে বাংলাদেশের মেয়েরা একচেটিয়া দাপট দেখিয়েছেন। পাঁচ ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে এখন পর্যন্ত অপরাজিত তারা। শ্রীলঙ্কা ও ভুটানকে উড়িয়ে দিলেও নেপালের বিপক্ষে তাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল।
এবার সেই নেপালের সঙ্গেই বাংলাদেশ শিরোপার জন্য লড়বে। হিসাবটা অনেকটা ফাইনালের মতোই – যে দল জিতবে, সেই পাবে শিরোপার স্বাদ। তবে বাংলাদেশ এখানে বাড়তি একটা সুযোগ পাবে; ড্র করলেও স্বাগতিকরাই হবে চ্যাম্পিয়ন।
যদি শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে যায়, তাহলে দু'দলের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন চ্যাম্পিয়ন নির্ধারণে দেখা হবে হেড টু হেড ফলাফল। আর হেড টু হেডেও যদি সমতা থাকে, তাহলে হিসাব যাবে পুরো আসরের গোল পার্থক্যে। এখানেই বাংলাদেশের জন্য চিন্তার জায়গা।
এবারের সাফে নেপাল আর বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী দল। প্রথম ম্যাচেও সেই ছাপটা পড়েছিল, দুই দলের লড়াই জমে উঠেছিল। তাই যেকোনো দলেরই সুযোগ থাকবে শিরোপা বাগিয়ে নেওয়ার।
পুরো আসরজুড়ে বাংলাদেশ যেভাবে আধিপত্য বিস্তার করেছে, সেই হিসাবে সাগরিকা-আফাইদারা এই ম্যাচের ফেবারিট হিসেবেই মাঠে নামবে। তবে দিনশেষে কাগজ-কলমের হিসাবের চেয়ে মাঠের পারফরম্যান্সটাই আসল পার্থক্য গড়ে দেয়।
যদিও ড্র করলেই বাংলাদেশ চ্যাম্পিয়নের তকমা পাবে, তবুও আত্মবিশ্বাসী এই দলটা নিশ্চয় চাইবে জয়টা নিয়েই মাঠ ছাড়তে। এখন অপেক্ষাটা শুধু সময়ের, অপেক্ষাটা অঘোষিত এক ফাইনাল দেখার।
Comments
Post a Comment