"নারী এএফসি এশিয়ান কাপে প্রথমবার বাংলাদেশের অংশগ্রহণ, ড্র ২৯ জুলাই"


 বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো খেলতে যাচ্ছে নারী এএফসি এশিয়ান কাপে। আগামী বছর ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ডকোস্ট শহরে ১২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ড্র অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুলাই সিডনি হারবারে। এর জন্য দলগুলোকে চারটি পটে ভাগ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।


গেল জুন মাসের ফিফা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত পটে বাংলাদেশ পড়েছে চতুর্থ গ্রুপে, যেখানে আছে ভারত ও ইরান। মূল পর্বে সরাসরি অংশ নিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া, তৃতীয় হওয়া জাপান এবং স্বাগতিক অস্ট্রেলিয়া। বাকি আট দল বাছাইপর্ব পেরিয়ে এসেছে, যার মধ্যে ইতিহাস গড়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।


এএফসির প্রকাশিত পট তালিকা অনুযায়ী আয়োজক অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া আছে পট ১-এ। দ্বিতীয় পটে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। তৃতীয় পটে রয়েছে ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। চতুর্থ পটে বাংলাদেশের সঙ্গে আছে ভারত ও ইরান।


ড্রয়ের নিয়ম অনুসারে প্রতিটি গ্রুপে থাকবে চারটি দল—প্রতিটি পট থেকে একটি করে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং সেরা দুই তৃতীয় স্থানধারী দল কোয়ার্টার ফাইনালে উঠবে। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বাস্তবসম্মত সুযোগ তৃতীয় পটের কোনো দলের বিপক্ষে জয় পাওয়া। কারণ সেই ম্যাচে জিতলে কোয়ার্টারে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে।


দলের ইংলিশ কোচ পিটার বাটলার জানালেন, টুর্নামেন্টে তাঁদের লক্ষ্য শীর্ষ ছয় দলের মধ্যে জায়গা করে নেওয়া। কারণ নারী এএফসি এশিয়ান কাপের শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৭ সালের ব্রাজিল নারী ফুটবল বিশ্বকাপে।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে