পাকিস্তান সিরিজ জয়ের পর হোয়াইটওয়াশের লক্ষ্যে ২ পরিবর্তন নিয়ে বাংলাদেশের একাদশ ঘোষণা!

 


পাকিস্তান-বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে আসন্ন তৃতীয় ও শেষ ম্যাচের জন্য বাংলাদেশের একটি সম্ভাব্য একাদশ ঘোষণা করা হয়েছে। শক্তিশালী এই দলটি গঠিত হয়েছে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে, যেখানে অধিনায়কের দায়িত্বে রয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস।

এই সিরিজের সবগুলো ম্যাচই আয়োজিত হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঘরের মাঠে খেলা হওয়ায় টাইগারদের হোয়াইটওয়াশের সম্ভাবনা নিয়ে ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রত্যাশা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ (তৃতীয় টি-টোয়েন্টি):

*ব্যাটসম্যান:

* তামিম ইকবাল

* মোহাম্মদ নাঈম

* লিটন দাস (অধিনায়ক)

* তাওহীদ হৃদয়

* জাকের আলী

* শামিম হোসেন

* শেখ মেহেদী হাসান

* মোহাম্মদ সাইফউদ্দিন

* তাসকিন আহমেদ

* নাসুম আহমেদ

* শরিফুল ইসলাম

এই একাদশে বেশ কয়েকজন তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার সুযোগ পাচ্ছেন, যারা সম্প্রতি ঘরোয়া ক্রিকেট ও 'এ' দলের হয়ে ভালো পারফরম্যান্স করেছেন। বিশেষ করে তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন রয়েছেন ফর্মের তুঙ্গে। অন্যদিকে, অভিজ্ঞ সাইফউদ্দিন ও তাসকিনের বোলিংয়ে বাড়তি ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। প্রত্যেক ম্যাচেই দলের অধিনায়কত্ব করছেন লিটন দাস, যিনি গত কয়েক বছর ধরে দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ক্রিকেটপ্রেমীরা ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলঅনলাইন প্ল্যাটফর্মেপাশাপাশি শের-ই-বাংলা স্টেডিয়ামে গ্যালারিও থাকবে দর্শকে ভরপুরসিরিজ ঘিরে দেশের সর্বত্র তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, বিশেষ করে পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হোয়াইটওয়াশ করতে মরিয়া টাইগার সমর্থকেরা।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে