সালাউদ্দিনের মন্তব্য: সাকিবের মতো অলরাউন্ডার আর পাওয়া সম্ভব নয়


সাকিব আল হাসান—বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নাম, যার পারফরম্যান্স নিয়ে যতই বিতর্ক থাকুক, তার ক্রিকেট বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডারের আসন দখল করেছিলেন এক সময়। তবে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন।

বাংলাদেশ আগেও অনেক অলরাউন্ডার পেয়েছে, এখনো দলে অলরাউন্ডারের ঘাটতি নেই। তবুও সাকিবের মতো একজন অলরাউন্ডার ভবিষ্যতে আর দেখা যাবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় দলের সহকারী কোচ এবং সাকিবের দীর্ঘদিনের মentor মোহাম্মদ সালাউদ্দিন।

সম্প্রতি এক বক্তব্যে সালাউদ্দিন বলেন, “সাকিবের মতো অলরাউন্ডার কখনো আর পাওয়া যাবে না। এটা মানতে হবে। আমাদের লক্ষ্য এখন যারা বোলার আছে, তাদের ব্যাটিং দক্ষতা বাড়ানো।”

তিনি আরও বলেন, “তানজিম হাসান সাকিবের ব্যাটিং উন্নতি চোখে পড়ছে। সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসানও ভালো ব্যাট করছে। এতে দলের ভারসাম্য বাড়ছে। নিচের দিকে ব্যাটিংয়ের উন্নতি হলে ওপরের ব্যাটারদের চাপ কমে।”

সালাউদ্দিন জানিয়েছেন, দলের বোলারদের ব্যাটিং স্কিল বাড়াতে বাড়তি মনোযোগ দেওয়া হচ্ছে। টেকনিক্যাল উন্নতি, ব্যাটিং অনুশীলন এবং ছোটখাটো উন্নতিগুলো দীর্ঘমেয়াদে দলকে সাহায্য করবে বলেও মনে করছেন তিনি।

এই অভিমত প্রমাণ করে, সাকিব একজন ব্যতিক্রমী প্রতিভা হলেও, ভবিষ্যতের সম্ভাবনাগুলো গড়ে তুলতে কোচরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে