রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে।
দুর্ঘটনায় শোক প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুকে লিখেছেন, “আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটি আজ শোকস্তব্ধ বেদনার স্থলে পরিণত হয়েছে। এক নিমিষে ঝরে গেছে বহু তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।”
তিনি আরও লেখেন, “একজন বাবা, একজন বাংলাদেশি এবং একজন মানুষ হিসেবে এই শোক আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট আমার নিজের মনে হচ্ছে।”
সাকিব সবাইকে নিহতদের আত্মার শান্তি কামনা করতে এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে।''
Comments
Post a Comment