ওভাল টেস্টে ভাঙতে পারে ৭০ বছরের সেঞ্চুরি রেকর্ড


 পাঁচ ম্যাচের ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে চার ম্যাচ শেষ পর্যন্ত সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি, যা একদমই নজর কাড়া রেকর্ড। এটি ইংল্যান্ডে কোনো টেস্ট সিরিজে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড হয়ে গেছে। আগের রেকর্ডটি ছিল ১৫টি সেঞ্চুরি, যা ১৯৯০ সালে তিন ম্যাচের সিরিজে ভারতের বিপক্ষে গড়া হয়েছিল।

এদিকে, ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেলার পর এবার অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে বিশ্ব রেকর্ডও ভাঙার অপেক্ষায়। ওভালে সিরিজ নির্ধারণী টেস্টে মাত্র চারটি সেঞ্চুরি পেলে নতুন বিশ্ব রেকর্ড গড়বে ক্রিকেট।

১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরে এক সিরিজে দুই দল মিলে মোট ২১টি সেঞ্চুরি করেছিলেন। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা পেয়েছিলেন ১২টি, আর ওয়েস্ট ইন্ডিয়ানরা ৯টি। সেই সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইড ওয়ালকট পাঁচটি সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়ে বসেছিলেন, যা এখনও অক্ষুণ্ণ।

তবে এবার ওয়ালকটের এই রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন ভারত অধিনায়ক শুবমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম চার ম্যাচে তিনি ইতোমধ্যে চারটি সেঞ্চুরি করেছেন। ওভালে আর একটি সেঞ্চুরি পেলেই গিল ভেঙে দেবেন ৭০ বছরের পুরোনো রেকর্ড।

১৯৫৫ সালের সিরিজে নিল হার্ভি ও কিথ মিলার দু’জন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান তিনটি করে সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও কলিন ম্যাকডোনাল্ডও একাধিক সেঞ্চুরি করেছিলেন। ওই সিরিজে মোট ১২ জন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন, যা এই সিরিজেও স্পর্শ করা হয়েছে।

এখন পর্যন্ত চলমান ভারত-ইংল্যান্ড সিরিজে ১২ জন ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছেন। গিলের সর্বোচ্চ চারটি সেঞ্চুরির পাশাপাশি ভারতের লোকেশ রাহুল, ঋষভ পন্ত ও ইংল্যান্ডের জো রুট দু’টি করে সেঞ্চুরি পেয়েছেন। রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সোয়াল, ওয়াশিংটন সুন্দর, ইংল্যান্ডের জেমি স্মিথ, বেন ডাকেট, হ্যারি ব্রুক, বেন স্টোকস ও ওলি পোপ একজন করে সেঞ্চুরির মালিক।

এছাড়া এক সিরিজে কোনো দলের ব্যাটসম্যানদের সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও এখন ভারতের কাছাকাছি আসছে। চলতি সিরিজে ভারতীয়রা ইতোমধ্যে ১১টি সেঞ্চুরি করেছেন। বিশ্ব রেকর্ড গড়তে মাত্র দুটি সেঞ্চুরি আরও প্রয়োজন, যা নিয়ে এক সঙ্গে রেকর্ডের মালিক অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

এই সিরিজ শেষ হলে দেখতে হবে এই রেকর্ডগুলো ভাঙতে পারে কিনা ক্রিকেট ইতিহাসের পাতায়।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে