খুলনায় করোনা ভাইরাস কেড়ে নিল এক যুবকের প্রাণ


 খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) ভোররাত ৩টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা দীপ রায় এর আগে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার (২০ জুলাই) বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয় এবং লাইফ সাপোর্টে নেওয়া হয়।


হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও ডেঙ্গু-করোনা ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াত জানান, চিকিৎসাধীন অবস্থায়ই দীপের মৃত্যু হয়।


এটি চলতি বছরে খুলনায় প্রথম করোনাজনিত মৃত্যু।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে