বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দ্বিতীয় টি-টোয়েন্টি উৎসর্গ করল বিসিবি


 বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি উৎসর্গ করেছে। গত রাতে বিসিবি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজের প্রোফাইল ছবি পরিবর্তন করে কালো ব্যাজসহ লোগো প্রকাশ করেছে, যা শোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে।


এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, “মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকালের (বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি) ম্যাচটি উৎসর্গ করা হবে। বাঘেরা এই শোকের সময়ে জাতির পাশে রয়েছে।”


আজ সকালে বোর্ড নিশ্চিত করেছে, ম্যাচটি মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার হতাহতদের স্মরণে অনুষ্ঠিত হবে। বিবৃতিতে বলা হয়েছে, “দুই দল, এক নীরবতা—কাঁদছে এক জাতি।”


রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে বিসিবি জানিয়েছে, মিরপুরসহ দেশের সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবেন দুই দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ কর্মকর্তারা। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন সবাই। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে কোনো গান বা সংগীত বাজানো হবে না।





Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে