বাংলাদেশ পেয়ে গেল মাশরাফির সম্ভাব্য উত্তরসূরী
তখনই মনে করা হচ্ছিল, মাশরাফি বিন মর্তুজার পর বাংলাদেশ পেয়ে গেছে তাঁর যোগ্য উত্তরসূরী। নড়াইল থেকে উঠে আসা এই পেসার নিজেও মাশরাফিকে আদর্শ মানতেন। কিন্তু হঠাৎ করেই থেমে যায় তাঁর পথচলা। দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা (ব্যাক পেইন) থামিয়ে দেয় সম্ভাবনাময় এক ক্যারিয়ার।
চিকিৎসা, পুনর্বাসন আর দীর্ঘ বিরতির পর পার হয়েছে পাঁচটি বছর। এই পাঁচ বছর অভিষেক দাসের জন্য ছিল লড়াইয়ের, অপেক্ষার। তবে অবশেষে সুখবর—আবারও ক্রিকেটে ফিরছেন তিনি।
সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন অভিষেক দাস।
বাংলাদেশের ক্রিকেটে সম্ভাবনাময় এই পেস বোলিং অলরাউন্ডারের প্রত্যাবর্তন ক্রিকেটপ্রেমীদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর। এখন শুধু অপেক্ষা, সেই পুরোনো অভিষেককে আবারও মাঠে দেখার।
Comments
Post a Comment