বাংলাদেশ পেয়ে গেল মাশরাফির সম্ভাব্য উত্তরসূরী


বাংলাদেশের ক্রিকেটভক্তদের মনে এখনো গেঁথে আছে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেই ঐতিহাসিক ফাইনাল, যেখানে ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে নজর কেড়েছিলেন অভিষেক দাস। ফাইনালের প্রথম উইকেট এনে দিয়েছিলেন তিনিই, ৯ ওভারে ৪০ রান দিয়ে নিয়েছিলেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট—বাংলাদেশের হয়ে ফাইনালের সেরা বোলারও ছিলেন তিনি।

তখনই মনে করা হচ্ছিল, মাশরাফি বিন মর্তুজার পর বাংলাদেশ পেয়ে গেছে তাঁর যোগ্য উত্তরসূরী। নড়াইল থেকে উঠে আসা এই পেসার নিজেও মাশরাফিকে আদর্শ মানতেন। কিন্তু হঠাৎ করেই থেমে যায় তাঁর পথচলা। দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা (ব্যাক পেইন) থামিয়ে দেয় সম্ভাবনাময় এক ক্যারিয়ার।

চিকিৎসা, পুনর্বাসন আর দীর্ঘ বিরতির পর পার হয়েছে পাঁচটি বছর। এই পাঁচ বছর অভিষেক দাসের জন্য ছিল লড়াইয়ের, অপেক্ষার। তবে অবশেষে সুখবর—আবারও ক্রিকেটে ফিরছেন তিনি।

সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন অভিষেক দাস।

বাংলাদেশের ক্রিকেটে সম্ভাবনাময় এই পেস বোলিং অলরাউন্ডারের প্রত্যাবর্তন ক্রিকেটপ্রেমীদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর। এখন শুধু অপেক্ষা, সেই পুরোনো অভিষেককে আবারও মাঠে দেখার।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে