ইন্টার মায়ামিতে মেসির পাশে এবার যোগ দিলেন ‘দেহরক্ষী’ দি পল
রদ্রিগো দি পলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন চলছিল বেশ কিছুদিন। অবশেষে সেটিই সত্য হলো। আজ বাংলাদেশ সময় সকালে এক বিবৃতিতে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে দলে ভিড়িয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডারকে। চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত তাঁকে স্থায়ীভাবে দলে রাখার অপশনও রয়েছে।
২০২১ সালে উদিনেস থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন দি পল। জাতীয় দলের হয়ে লিওনেল মেসির অন্যতম সঙ্গী হিসেবে দুটি কোপা আমেরিকা ও ২০২২ কাতার বিশ্বকাপ জিতেছেন তিনি। মাঠে ও মাঠের বাইরে মেসির নির্ভরযোগ্য সহযোগী হওয়ায় তাঁকে অনেকেই ডাকেন ‘মেসির দেহরক্ষী’। এবার ইন্টার মায়ামিতে মেসির সঙ্গেই আবারও জুটি বাঁধতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা।
শুধু ‘দেহরক্ষী’ নন, দি পল সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবেও পরিচিত। অদম্য পরিশ্রমী এই ফুটবলারকে ভক্তরা স্নেহভরে ডাকেন ‘এল মোটরসিতো’ বা ‘ছোট ইঞ্জিন’। পি-১ ভিসা এবং আন্তর্জাতিক ট্রান্সফার সনদ (আইটিসি) পাওয়ার পরই মায়ামির অনুশীলনে যোগ দেবেন তিনি। আগামীকাল সিনসিনাটির বিপক্ষে ম্যাচের আগে চেজ স্টেডিয়ামে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
ইন্টার মায়ামিতে যোগ দিয়ে দি পল বলেছেন,
“আমি এখানে এসেছি লড়াই করতে, শিরোপা জিততে এবং ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখাতে। ইন্টার মায়ামি দ্রুতই বড় কিছুতে পরিণত হবে, আর সেই যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত।”
মায়ামির মালিক হোর্হে মাস বলেন,
“আমাদের লক্ষ্য এমন একটি দল গড়া, যা সমর্থকদের স্বপ্ন দেখাবে। রদ্রিগো একজন বিশ্বকাপজয়ী খেলোয়াড়, তাঁর আকাঙ্ক্ষা আমাদের লক্ষ্যগুলোর সঙ্গে মিলে যায়।”
সহমালিক ডেভিড বেকহ্যামও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,
“রদ্রিগো এমন একজন খেলোয়াড়, যাঁর প্রতি আমি বহু বছর ধরে মুগ্ধ। তিনি মাঠে নেতৃত্ব দেন এবং তাঁর দলকে অসাধারণ কিছু দিয়েছেন। আরেকজন বিশ্বকাপজয়ীকে দলে পেয়ে আমরা আনন্দিত।”
Comments
Post a Comment