বারবার ইনজুরিতে ভুগছেন বুমরাহ, টেস্ট ক্রিকেট থেকে অবসরের আভাস কাইফের
ভারতের পেস তারকা জসপ্রিত বুমরাহ বারবার ইনজুরির কারণে নিয়মিতভাবে মাঠে নামতে পারছেন না। বেছে বেছে ম্যাচ খেলতে হচ্ছে তাকে। চলমান ইংল্যান্ড সফরে হেডিংলি ও লর্ডসের পর ম্যানচেস্টার টেস্টেও খেলছেন তিনি, তবে প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারেননি। ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ মনে করেন, এভাবে চলতে থাকলে বুমরাহ দ্রুতই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন।
কাইফ বলেন, “আমার ধারণা, বুমরাহ সামনের দিনে টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে পারে। তার শরীর সেভাবে সাড়া দিচ্ছে না। এই ম্যাচে তার আগের মতো গতি ছিল না এবং বুমরাহ নিজেকে নিয়ে গর্বিত একজন মানুষ।”
তিনি আরও যোগ করেন, “যদি বুমরাহ মনে করে যে নিজের শতভাগ দিতে পারছে না বা উইকেট নিতে পারছে না, তবে সে টেস্টে খেলতে চাইবে না। বর্তমানে তার বলের গতি নেমে এসেছে ১২৫–১৩০ কিমি প্রতি ঘণ্টায়। যে বলে সে উইকেট পেয়েছে, সেই ক্যাচের জন্য কিপারকে ডাইভ দিতে হয়েছে।”
কাইফের মতে, বুমরাহর ভেতরে এখনো প্যাশন আছে, কিন্তু ফিটনেস হারিয়ে ফেলেছেন। তার শরীর সায় দিচ্ছে না এবং এই টেস্টেই তা স্পষ্ট হয়েছে। কাইফ বলেন, “আমার মনে হয় ভবিষ্যতে তার জন্য কঠিন সময় অপেক্ষা করছে। প্রথমে বিরাট কোহলি, রোহিত শর্মা ও অশ্বিন টেস্ট থেকে সরে গেছেন। আমার মনে হয় ভারতীয় সমর্থকদের এখন বুমরাহ ছাড়া টেস্ট দেখা অভ্যাস করতে হবে।”
Comments
Post a Comment