লিটনের যে কথায় দলের জয়ের নায়ক শেখ মেহেদী দলে যায়গা পেলো

 


সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এমন দাপুটে জয়ের ফলে ম্যাচ জেতার পাশাপাশি সম্পন্ন হয়েছে সিরিজ জয়ও। টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের মাটিতে লঙ্কানদের ২-১ ব্যবধানে হারালো বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সিরিজ জয়ের ঘটনা এবারই প্রথম।

ম্যাচের শুরু থেকেই পাওয়া যাচ্ছিল ভালো কিছুর আভাস। আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে মাত্র ১৩২ রানেই আটকে দেন টাইগার বোলাররা। মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট শিকার করে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন শেখ মেহেদী হাসান। জবাব দিতে নেমে ২১ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেহেদীকে খেলানোর ব্যাখ্যা দিয়ে অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘শেখ মেহেদীকে খেলানোর ব্যাপারে, আমরা বিশ্বাস করি মেহেদীর যে স্কিল আছে, কলম্বোর এই উইকেট তার জন্য উপযুক্তএর মানে এটা না যে শেখ মেহেদী ভালো উইকেটে বা অন্য উইকেটে ভালো বল করবে না। যখনই আমি জানি এখানে টি-টোয়েন্টি ম্যাচ আছে, আগে থেকেই প্ল্যান ছিল এই ম্যাচে আর কেউ খেলুক বা না খেলুক মেহেদী খেলবে।

এর মানে এটাও না যে (মেহেদী হাসান) মিরাজ ভালো বোলার বা ব্যাটার না। মেহেদী যতই ভালো করুক, কন্ডিশন যতই ভালো হোক, আমি লিডার হিসেবে চিন্তা করব সারফেস এর উপর চিন্তাভাবনা করে (দল বানানোর)। যদি আমি মনে করি সারফেস বোলিং সহায়ক আমি অবশ্যই মেহেদীকে খেলাবো, সারফেস ব্যাটিং সহায়ক হলে মিরাজ কামব্যাক করবে।’

একই প্রসঙ্গে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘আসলে কঠিন (সিদ্ধান্ত) নয়। আমি অধিনায়ক হিসেবে সফলতায় বিশ্বাস করিশেখ মেহেদীর এই উইকেটে সফল হওয়ার সম্ভাবনা বেশি ছিলএর মানে এই নয় যে, মিরাজ খারাপ প্লেয়ারযদি উইকেট আবার ব্যাটিং সহায়ক হয়, তখন মিরাজ আবার খেলবে।’ ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরছে বাংলাদেশ দল।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে