দ্বিতীয় ম্যাচেও আবারো ভুল পথে হাঁটছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট

 


কি বোলার, কি ব্যাটার—কারো পারফরম্যান্সই ভালো না। শুধু টি-টোয়েন্টি সিরিজেই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের পর পুরো বাংলাদেশ দল যেন পাল্লা দিয়ে খারাপ খেলতে শুরু করেছে। সবাই একসঙ্গে ফ্লপ। একজন ক্রিকেটারও সে অর্থে ফর্মে নেই, নেই ছন্দে।


ব্যাটিং, বোলিং দুই বিভাগেই বাংলাদেশ দলকে রীতিমতো এক ছন্নছাড়া দল মনে হচ্ছে। পারফরম্যান্সের গ্রাফ নিচে থাকায় মনোবল ও আত্মবিশ্বাসও কমে গেছে। সব মিলিয়ে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল যেন অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে।




এরকম অগোছালো ও অবিন্যস্ত অবস্থা আরও ঘনীভূত হয়েছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের অদূরদর্শী ও অপরিণামদর্শিতায়। টি-টোয়েন্টি সিরিজে দল সাজানোয় চোখে পড়ছে চরম অদক্ষতা এবং অদূরদর্শিতা।


যাকে খেলানো দরকার, তাকে খেলানো হচ্ছে না। যার যেখানে খেলার কথা তাকে সেখানে না খেলিয়ে খেলানো হয়েছে অন্য জায়গায়। তাতে পারফরম্যান্স হয়েছে আরও খারাপ।


* নিকট অতীত ও সাম্প্রতিক সময় যার ব্যাট থেকে প্রায় নিয়মিত রান এসেছে, সেই **জাকের আলী অনিককে** হঠাৎই দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলানো হয়নি। অথচ তার ব্যাটিং ফর্ম ছিল চোখে পড়ার মতো।


* অধিনায়ক হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে যার ব্যাট সেভাবে কথা বলছে না, সেই লিটন দাসকে ওয়ান ডাউনে খেলানো হয়েছে। লিটন কিছুই করতে পারেননি। প্রথম উইকেটে ৫ ওভারে ৪৬ রানের উদ্বোধনী জুটির পর তিন নম্বরে খেলতে নেমেও লিটন দাস প্রায় দ্বিগুণ ১১ বল খেলে ৫ রানে আউট হয়ে ছন্দপতন ঘটিয়েছেন।


* লিটন দাসের জায়গায় অনায়াসে ইনফর্ম নাঈম শেখকে খেলানো যেত। বলার অপেক্ষা রাখে না, ঘরোয়া ক্রিকেটে গত এক বছরের বেশি সময় ধরে ওপেনিং আর ওয়ান ডাউনে ভালো খেলে রান করে জাতীয় দলে ঢুকেছেন নাঈম শেখ। তাকে টপ অর্ডারে না নামিয়ে নামানো হয়েছে ৪ নম্বরে।


* সাধারণত টপ অর্ডারে ব্যাট করতে অভ্যস্ত নাঈম নিচের দিকে খেলতে নেমেও ২৯ বলে সমান একটি করে ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে ৩২ রানে নট আউট ছিলেন। একইভাবে আজকাল যার ব্যাট মোটামুটি স্বচ্ছন্দ, সাবলীল—সেই শামীম পাটোয়ারীকেও অনেক নিচে, ৭ নম্বরে খেলানো হয়েছে। মাত্র ৫ বল খেলার সুযোগ পাওয়া শামীম পাটোয়ারী ২ ছক্কায় ১৪ রানে অপরাজিত ছিলেন।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে