নৌকার প্রতীক বাতিল করা নিয়ে যে সিদ্ধান্ত জানালো এনসিপির, নেতারা
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকার পরও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তফসিলে 'নৌকা' প্রতীক থাকার বিরোধিতা করে তা সরিয়ে ফেলার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (১৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই দাবি জানায়।
বৈঠকে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, "আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। ফলে তারা আইনত কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেই অনুযায়ী, তাদের প্রতীক 'নৌকা'ও নির্বাচন কমিশনের তফসিলে থাকার সুযোগ নেই। এই আইনি যুক্তিই আমরা সিইসির সামনে তুলে ধরেছি।"
তিনি আরও জানান, "ইসি সম্প্রতি যে প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে, সেখান থেকে 'নৌকা' বাদ দেওয়া জরুরি। সিইসি আমাদের বক্তব্য শুনেছেন এবং বলেছেন যে বিষয়টি কমিশন পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।"
এদিকে, প্রতীকের তফসিল নিয়ে এনসিপির অসন্তোষ নতুন কিছু নয়। গত ২২ জুন দলটি ইসিতে নিবন্ধনের আবেদন করে 'শাপলা' প্রতীক চেয়েছিল। একই প্রতীক দাবি করেছিল মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও। বারবার আলোচনার পরও বিতর্কিত হয়ে ওঠা 'শাপলা' প্রতীকটি বাদ দিয়েই ইসি গত সপ্তাহে আইন মন্ত্রণালয়ে প্রতীক তফসিল পাঠায়। ওই তালিকায় অন্তর্ভুক্ত ছিল ১১৫টি প্রতীক।
নাগরিক ঐক্য ও এনসিপি উভয় দলই দাবি করেছে, **'শাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।'** ফলে এই প্রতীক বিতর্কে একদিকে যেমন রাজনৈতিক উত্তাপ বেড়েছে, অন্যদিকে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এনসিপির দাবির প্রেক্ষিতে এবার ইসিকে চাপে ফেলতে শুরু করেছে রাজনৈতিক মহল। আওয়ামী লীগের 'নৌকা' প্রতীক ভবিষ্যতের তফসিলে থাকবে কি না—সে বিষয়ে সিইসির সিদ্ধান্তই হবে এখন সবচেয়ে আলোচিত ইস্যু।
Comments
Post a Comment