সব দাবি পূরণের আশ্বাস আইন উপদেষ্টার, শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর তিনি জানান, "শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে প্রতিটি দাবি পূরণ করা হবে। বিশ্বাস রাখুন।"

তবে আশ্বাস সত্ত্বেও শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে। পরিস্থিতি সামাল দিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার পুনরায় কলেজ ভবনের ভেতরে প্রবেশ করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দুই উপদেষ্টা কলেজ পরিদর্শনে আসেন। ক্যাম্পাস ছাড়ার সময় শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ জানালে তাঁরা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে গিয়ে শিক্ষক ও পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। বাইরে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন।

বৈঠক শেষে আসিফ নজরুল জানান, নিহত শিক্ষার্থীদের অবস্থা ও তথ্য জানাতে একটি কন্ট্রোল রুম গঠন করা হবে, যেখান থেকে হতাহতদের সর্বশেষ তথ্য নিয়মিত হালনাগাদ করা হবে। তিনি আরও বলেন, অভিভাবক হিসেবে তিনি শিক্ষার্থীদের পাশে আছেন এবং তাঁদের প্রতি ভালোবাসা জানাতে এসেছেন।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে