তামিমের খেলা নিয়ে ট্রেনার ডালিম এর ভয়াভহ বার্তা
চার মাস আগে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ চলাকালেই শরীর খারাপ অনুভব করলেও খেলা চালিয়ে যান তিনি। কিন্তু পরিস্থিতি খারাপ হলে সতীর্থদের জানান এবং কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দ্রুত তাঁকে সাভারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে জরুরি অস্ত্রোপচার শেষে তাঁর হার্টে রিং পরানো হয়।
ঘটনাটি তামিমের ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড়। সেই সময় তাঁর পাশে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের দীর্ঘদিনের ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিম। তামিমের শারীরিক পরিস্থিতি ও দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে ডালিম মনে করছেন—তামিমের এখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসাটা ঝুঁকিপূর্ণ হতে পারে।
এ বিষয়ে ডালিম বলেন,
"তামিম এখন খেলতে পারেন, তবে সেটা কেবল বিনোদনের জন্য। হাই-ভোল্টেজ ম্যাচ যেমন বিপিএল, সেমিফাইনাল, ফাইনাল—এই ধরনের ম্যাচে অংশ নেওয়া শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। আমার পরামর্শ থাকবে, ট্রেনিং চালিয়ে যাক, খেলুক শুধুই এমন ম্যাচে যেখানে খেলার আনন্দ থাকবে, কিন্তু প্রতিযোগিতার চাপ থাকবে না।"
উল্লেখ্য, সর্বশেষ বিপিএলে বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন তামিম। তবে হৃদরোগ সংক্রান্ত অস্ত্রোপচারের পর তাঁর ভবিষ্যৎ ক্রিকেট ক্যারিয়ার নিয়ে এমন মত দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
তামিম নিজেই সিদ্ধান্ত নেবেন ভবিষ্যতে কী করবেন, তবে সতর্কতার জায়গা থেকে এই পরামর্শকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট মহল।
Comments
Post a Comment