শেখ মেহেদীকে নিয়ে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামল টাইগাররা

 



বাংলাদেশের একাদশে ২ পরিবর্তন

দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজ। তাদের দুজনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব ও স্পিনার শেখ মেহেদী। শ্রীলঙ্কা সফরে প্রথমবারের মতো একাদশে সুযোগ মিলেছে শেখ মেহেদীর। শ্রীলঙ্কার একাদশে জায়গায় পেয়েছেন দীনেশ চান্দিমাল। ২০২২ সালের ফেব্রুয়ারির পর টি-টোয়েন্টি একাদশে ডানহাতি এই ব্যাটার।

বাংলাদেশ লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মেহেদী এবং তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, বিনুরা ফার্নান্দো এবং নুয়ান থুসারা।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে