সাফল্যের পরও নারী ফুটবলে বৈষম্য, কবে মিলবে প্রাপ্য মর্যাদা?


 বাংলাদেশের নারী ফুটবল দল বারবার প্রমাণ করেছে তাদের সামর্থ্য, সাফল্যের ঝুলিতে যোগ করেছে অসংখ্য ট্রফি। অথচ এখনো বৈষম্য, অবহেলা আর সুযোগের অভাবে পথচলা তাদের জন্য কঠিন।

পুরুষ ফুটবল দল ১৯৭৩ সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে থাকলেও নারী দলকে অপেক্ষা করতে হয়েছে আরও ৩৭ বছর। ২০১০ সালে সাফ নারী ফুটবল দিয়ে তাদের যাত্রা শুরু হয়। শুরুটা দেরিতে হলেও সাফল্যে পুরুষদের ছাড়িয়ে গেছে মেয়েরা। পরিসংখ্যান বলছে, গত ১৫ বছরে নারী দল ফিফা অনুমোদিত ৭০ ম্যাচের ২৮টিতেই জয় পেয়েছে, যেখানে একই সময়ে পুরুষদের জয়ের হার মাত্র ২৭ শতাংশ।

বৈষম্যের চিত্র স্পষ্ট
পুরুষদের জন্য নিয়মিত লিগ, বর্ষপঞ্জি আর সুবিধা থাকলেও মেয়েরা পান না বলার মতো কিছুই। ২০২৪ সালের মে মাসের পর থেকে ১৩ মাস কেটে গেলেও নারী লিগ হয়নি। সর্বশেষ লিগে জাতীয় দলের খেলোয়াড়দের অনেকেই দল খুঁজে পাননি। শীর্ষ ক্লাবগুলোর নারী ফুটবলে অংশগ্রহণের আগ্রহও নেই।

অসাধারণ অর্জন, তবু পর্যাপ্ত স্বীকৃতি নেই
নারী দল সাফ চ্যাম্পিয়নশিপ টানা দুইবার জিতেছে এবং প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। বয়সভিত্তিক পর্যায়েও এসেছে নানা সাফল্য। তবু আর্থিক পারিশ্রমিকে পার্থক্য আকাশছোঁয়া—যেখানে শীর্ষ পুরুষ খেলোয়াড় বছরে ৪০-৫০ লাখ টাকা পান, নারী ফুটবলারদের আয় কয়েক লাখ টাকার মধ্যেই সীমাবদ্ধ।

অবহেলার চিহ্ন সর্বত্র
পুরুষদের আন্তর্জাতিক ম্যাচের আগে পাঁচ তারকা হোটেল, মেয়েদের বাফুফে ভবনে থাকার ব্যবস্থা। পুরুষ দলের কোচিং স্টাফে বিদেশি বিশেষজ্ঞদের ভিড়, আর নারী দলের কোচিং ব্যয় তুলনামূলকভাবে নামমাত্র।

ভবিষ্যতের করণীয়
নারী ফুটবলের ধারাবাহিক উন্নতির জন্য জরুরি—নিয়মিত ঘরোয়া লিগ আয়োজন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ, বেতন ও ম্যাচ ফি সময়মতো প্রদান এবং আন্তর্জাতিক ম্যাচের সুযোগ। পাশাপাশি প্রয়োজন অবকাঠামো ও মৌলিক সুযোগ-সুবিধার উন্নয়ন।

নারীরা দেশের জন্য গৌরব বয়ে আনলেও তাদের প্রাপ্তি এখনো নগণ্য। সামনে এশিয়ান কাপে ভালো করতে পারলে বিশ্বকাপে খেলার সুযোগ আসবে। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এখনই প্রয়োজন সমান সুযোগ ও পরিকল্পিত বিনিয়োগ—নইলে সম্ভাবনার এই যাত্রা থমকে যেতে পারে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে