আল আহলি ছেড়ে কাতারের ক্লাবে যোগ দিলেন ফিরমিনো

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো ফুটবল ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখলেন। সৌদি আরবের ক্লাব আল আহলি ছেড়ে এবার যোগ দিলেন কাতারের শীর্ষস্থানীয় ক্লাব আল সাদে।

বুধবার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ৩৩ বছর বয়সী ফিরমিনোর সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তির ঘোষণা দিয়েছে। ক্লাবটির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে স্বাগত ভিডিও প্রকাশ করে জানানো হয়, ‘ফিরমিনো এখন আল সাদের খেলোয়াড়।’

গত মৌসুমে আল আহলির হয়ে ৩১ ম্যাচে মাঠে নামেন ফিরমিনো। গোল করেন ১২টি, সহায়তা করেন আরও ১০টিতে। সৌদি লিগে উজ্জ্বল মৌসুম কাটিয়ে এবার নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন কাতারে।

আল সাদ আশা করছে, ফিরমিনোর অভিজ্ঞতা ও সৃজনশীলতা আন্তর্জাতিক মঞ্চে ক্লাবের সাফল্যে বড় অবদান রাখবে। অন্যদিকে ফিরমিনোও কাতারের লিগে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে