এএফসি’র জরিমানায় বাফুফে, ম্যাচে দেরি করায় দিতে হবে ১৫০০ ডলার


 গত ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয়ার্ধ শুরু করতে দুই মিনিট দেরি করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ ঘটনায় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাফুফেকে ১,৫০০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ টাকা, জরিমানা করেছে।


১৭ জুলাই এএফসি’র শৃঙ্খলা ও নৈতিকতা কমিটির বৈঠকে বিষয়টি পর্যালোচনা শেষে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। এএফসি জানায়, খেলোয়াড় পরিবর্তনের সময় চতুর্থ রেফারির সঙ্গে দলের ম্যানেজার ও সহকারী কোচের ভুল বোঝাবুঝির কারণে এই বিলম্ব ঘটে। পরে মূল রেফারি এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।


শুধু বাংলাদেশ নয়, একই কারণে পাকিস্তান ও মিয়ানমারের ফুটবল সংস্থাকেও জরিমানা করা হয়েছে। বাফুফেকে সতর্ক করে এএফসি জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তি দেওয়া হবে।


উল্লেখ্য, সেই ম্যাচে বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে ২–১ গোলে পরাজিত হয়।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে