বিমান দুর্ঘটনা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান হবে বিসিবির টিকিট বিক্রির আয়


 বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ–পাকিস্তান সিরিজের তৃতীয় টি–টোয়েন্টির টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ সাম্প্রতিক জাতীয় বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে। মঙ্গলবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংহতি ও স্মৃতিচারণের প্রতীকী এই উদ্যোগের আওতায় টিকিট বিক্রির অর্থ দুটি খাতে ব্যয় হবে। এর একটি অংশ যাবে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত সাম্প্রতিক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায়। অন্য অংশটি প্রদান করা হবে ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ।


বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “ক্রিকেট বাংলাদেশে শুধু খেলা নয়; এর চেয়েও বেশি কিছু। শোক ও স্মৃতিচারণার এই সময়ে আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে। সাম্প্রতিক ট্র্যাজেডিতে যাঁরা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের আরোগ্যের প্রক্রিয়ায় ক্ষুদ্র হলেও অবদান রাখতে পেরে আমরা গর্বিত। নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি রইল গভীর সমবেদনা।”


গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতদের সাহায্যের জন্য সরকার গঠন করেছিল ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। এদিকে সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে