তারেক রাহমানকে নিয়ে অশালীন মন্তব্য বরদাশত নয় : হুঁশিয়ারি মীর হেলালের
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দাবি করেছেন, দেশের ৯৫ শতাংশ মানুষ বিএনপিকে সমর্থন করে এবং ধানের শীষের প্রতি আস্থা রাখে। তিনি বলেন, “তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তি সহ্য করা হবে না।”
শনিবার (২০ জুলাই) বিকেলে ফটিকছড়ির নাজিরহাটে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত প্রতিবাদসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে মীর হেলাল আরও বলেন, “আমাদের সংযত থাকতে হবে যাতে জনগণ বিরক্ত না হয়। দ্রুত সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জনসচেতনতা বাড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।”
প্রতিবাদসভায় প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী।
Comments
Post a Comment