এশিয়া কাপের প্রচারণায় সাকিব আল হাসান, আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও রয়ে গেলেন আলোচনায়
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত দূরে থাকলেও সাকিব আল হাসান এখনও আলোচনায়। ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত দেখা গেলেও জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন নিয়ে সন্দিহান অনেকেই। তবে বাংলাদেশের জার্সিতে অসংখ্য রেকর্ড গড়া এবং বিশ্বের সেরাদের তালিকায় থাকা এই অলরাউন্ডারকে এত সহজে ভুলে যাওয়া যায় না। আসন্ন এশিয়া কাপের প্রচারণাতেই যেন তা প্রমাণ হলো।
টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। সম্প্রচারক সনি লিভ সম্প্রতি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ৩০ সেকেন্ডের একটি প্রোমো প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে সাকিব আল হাসানকে ব্যাটিংয়ের প্রস্তুতি নিতে। একই ভিডিওতে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, জসপ্রীত বুমরাহ এবং আফগানিস্তানের রশিদ খানসহ এশিয়ার সেরা তারকাদের স্থান দেওয়া হয়েছে। ভিডিওতে সাকিব, বুমরাহ ও গিলদের “সবচেয়ে বড় তারকা” হিসেবে উল্লেখ করা হয়েছে।
যদিও সাকিব গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, প্রচারণার ভিডিওতে তাঁর উপস্থিতি ভক্তদের মনে আবারও নতুন করে আলোড়ন তুলেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) গতকাল এবারের আসরের সূচি প্রকাশ করেছে। টুর্নামেন্টটি মাঠে গড়াবে ৯ সেপ্টেম্বর এবং চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
সনি লিভের প্রচারণায় দেখা গেছে এশিয়ার পাঁচটি বড় দলের ম্যাচের ঝলক। টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় হিসেবে ধরা হচ্ছে বাংলাদেশ-ভারত, ভারত-পাকিস্তান এবং পাকিস্তান-আফগানিস্তানের লড়াইগুলো। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়েছে।
Comments
Post a Comment