বিপিএলে এলো বিশাল পরিবর্তন, তামিম-মুশফিকের যে কথায় পালটে গেল বিসিবি

 


বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) আরও অন্তর্ভুক্তিমূলক ও খেলোয়াড়কেন্দ্রিক করতে এক অভিনব পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই লক্ষ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল গতকাল সোমবার (১৪ জুলাই) 'বিপিএল প্লেয়ার্স মাইক' শিরোনামে এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করে।

সভায় সরাসরি অংশ নেন দেশের কিছু সিনিয়র ক্রিকেটারতামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, আনামুল হক বিজয় এবং জাকির হাসান। ভিডিও কলে যুক্ত ছিলেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আলোচনায় ক্রিকেটাররা বিপিএলের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা এবং গঠনমূলক মতামত তুলে ধরেন। ২০১২ সালে যাত্রা শুরু করা এই টুর্নামেন্ট এখন পর্যন্ত ১১টি আসর সম্পন্ন করেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে টুর্নামেন্টটির আবেদন অনেকটাই কমে গেছে। এক সময় ব্যাপক প্রচারণা ও উচ্চ প্রত্যাশা নিয়ে শুরু হওয়া বিপিএল এখন প্রায়শই সমালোচনার মুখে পড়েঅব্যবস্থাপনা, মানের ঘাটতি ও পেশাদারিত্বের অভাবের কারণে।

সর্বশেষ আসরেও খেলোয়াড়দের সম্পূর্ণ পারিশ্রমিক না পাওয়া, এমনকি ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল। এই প্রেক্ষাপটে খেলোয়াড়েরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও প্রস্তাব তুলে ধরেন, যাতে করে বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে বিপিএলকে আরও পেশাদার ও আন্তর্জাতিকভাবে আকর্ষণীয় করে তোলা যায়। আলোচনার মূল লক্ষ্য ছিল বাস্তবসম্মত সমাধান খোঁজা এবং বিপিএলের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নির্ধারণ করা।

সভায় আরও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল চেয়ারম্যান মাহবুবুল আনাম, বিপিএল সেক্রেটারি নাজমুল আবেদীন ফাহিম সহ বিসিবির বিভিন্ন পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারাএক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় খেলোয়াড়দের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এবং খেলোয়াড়-কেন্দ্রিক একটি বিপিএল কাঠামো গড়ে তুলতে এই উদ্যোগ ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে