নেত্রকোনায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণের মামলার প্রধান আসামি উজ্জ্বল মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং ওই সময় অপহৃত ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার উজ্জ্বল মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাথরাইল গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল উজ্জ্বল মিয়া। গত ১৪ জুন সকালে মাদ্রাসা এলাকায় মেয়েটিকে অপহরণ করেন তিনি। এ ঘটনায় তাঁর দুই সহযোগী—এনামুল হক ও জামাল মিয়াও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পরদিন ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জাহিদ হাসানের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিকে গ্রেপ্তার করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গ্রেপ্তার উজ্জ্বল মিয়াকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উদ্ধার হওয়া ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
Comments
Post a Comment