বাংলাদেশের শোকাবহ মুহূর্তে পাকিস্তানি ক্রিকেটারদের মানবিক বার্তা


 উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সারাদেশে। এই মর্মান্তিক দুর্ঘটনা কাঁপিয়ে দিয়েছে ক্রীড়াঙ্গনকেও। বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি পাকিস্তানি ক্রিকেটাররাও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "হৃদয়বিদারক ও মর্মান্তিক। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করছি। পরিবারগুলো সাহসিকতার সঙ্গে এই শোক সামলাক এবং যেন কোনো এক আশাজাগানিয়া মুহূর্ত আসে।"

পেসার হাসান আলী ফেসবুকে লিখেছেন, "ঢাকায় মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে ব্যথিত। এতগুলো নিষ্পাপ শিশু প্রাণ হারাল। হতাহতদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা তাদের এই শোক সইবার শক্তি দিন এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।"

পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খানও তার ফেসবুক পেজে লিখেছেন, "বাংলাদেশে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর শুনে শোকাহত। নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্যের প্রার্থনা জানাই।"

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি এই দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে উৎসর্গ করা হয়েছে। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, "মাইলস্টোন বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ম্যাচ উৎসর্গ করা হলো। বাঘেরা এই শোকের সময়ে জাতির পাশে থাকবে।"

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে