ম্যাচ শেষে ক্ষেপে গিয়ে বাংলাদেশের পিচ নিয়ে বাজে মন্তব্য করলেন পাক অধিনায়ক

 


এটা ছিল না যথেষ্ট রান। আমরা ভালো শুরু করেছিলাম এবং উইকেট হারাতে থাকি। আমরা বসে বসে এটি নিয়ে কথা বলব এবং পরেরটিতে ফিরে আসব।

যখনই আপনি বাংলাদেশে আসবেন তখন আপনি এই ধরণের উইকেট আশা করবেন। আপনি খুব কমই ভালো উইকেট পাবেন, তবে হ্যাঁ, আমরা বসে এটি নিয়ে কথা বলব।

আমার মনে হয় তারা ভালো বোলিং করেছে। যখন এত কম স্কোর থাকে তখন ত্রুটির ব্যবধান অনেক কম থাকে। জয়-পরাজয় আসবেই, আমাদের দক্ষতা নিয়ে কাজ করে যাওয়া গুরুত্বপূর্ণ।"

-সালমান আলী আগা

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে