তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রত্যাহার করলেন বন্ধু সৌরভ, সমঝোতায় ঘটনার নিষ্পত্তি
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ অবশেষে প্রত্যাহার করে নিয়েছেন তাঁর বন্ধু সিফাতুর রহমান সৌরভ। বিষয়টি পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে মীমাংসা হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এর আগে ২৮ জুলাই মিরপুর মডেল থানায় তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন সৌরভ। অভিযোগে বলা হয়েছিল, সোনি সিনেমা হলের সামনে ডেকে নিয়ে গিয়ে তাসকিন তাকে ঘুষি মারেন এবং হুমকি দেন।
ঘটনার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করলেও তাসকিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন এবং জানান, বিষয়টি ভুল বোঝাবুঝির ফল।
পরবর্তীতে সৌরভ গণমাধ্যমকে জানান, তাসকিনের ক্যারিয়ার এবং দীর্ঘদিনের বন্ধুত্বের কথা বিবেচনা করে তিনি অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে তাসকিনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবেন বলেও জানিয়েছিলেন।
শেষ পর্যন্ত দুই বন্ধুর পরিবারের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসা হয় এবং সৌরভ থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তুলে নেন।
ক্রিকেটপাড়ায় আলোচিত এই ঘটনা শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সমঝোতায় গড়ানোর ফলে তাসকিনের ওপর কোনো আইনি ঝামেলা থাকছে না।
Comments
Post a Comment