রিয়ালে সবচেয়ে বেশি পারিশ্রমিক চান ভিনিসিয়ুস,রিয়ালের সর্বোচ্চ হতে চান এই তারকা
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের বর্তমান চুক্তির মেয়াদ বাকি আরও দুই বছর। তবে ব্রাজিলিয়ান তারকাকে দীর্ঘ সময়ের জন্য দলে রাখতে এখনই নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে ক্লাবটি। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে ‘বেতন–যুদ্ধ’।
মূলত রিয়ালের তিন তারকা—ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহামের মধ্যে বেতনের ভারসাম্যই ক্লাবকে সমস্যায় ফেলছে। স্পেনের সংবাদমাধ্যম এএস-এর খবর অনুযায়ী, ২৪ বছর বয়সী ভিনি বর্তমানে বছরে পান ১ কোটি ৫০ লাখ ইউরো। নতুন চুক্তিতে তাঁর দাবি বছরে ২ কোটি ইউরো।
দলকে টানা ১৪ ও ১৫তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ভিনির এই দাবিটি পূরণ করতে রিয়ালের আর্থিক সমস্যা হওয়ার কথা নয়। তবে বেতন ৫০ লাখ ইউরো বাড়লে তিনিই হয়ে যাবেন ক্লাবের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়।
এতে নতুন সমস্যা তৈরি হতে পারে এমবাপ্পেকে ঘিরে। গত মৌসুমে রিয়ালের হয়ে সর্বাধিক ৪৪ গোল করেছেন এই ফরাসি তারকা এবং লা লিগার সর্বোচ্চ গোলদাতার পিচিচি ট্রফি জিতেছেন। ফলে ভিনিসিয়ুস বেতন বাড়ালে এমবাপ্পেও নিজের বেতন বৃদ্ধির দাবি জানাতে পারেন বলে আশঙ্কা করছে ক্লাব কর্তৃপক্ষ।
Comments
Post a Comment