এমএলএস অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকায় নিষেধাজ্ঞার মুখে মেসি
- Get link
- X
- Other Apps
এবারের মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচে মাঠে নামেননি ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার (২৪ জুলাই) অস্টিনের কিউ২ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এমএলএস অল-স্টারস দল ৩-১ গোলে হারিয়েছে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারসকে। মেসি ও তার সতীর্থ জর্ডি আলবার এই ম্যাচে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে দুজনই নিজেদের সরিয়ে নেন।
এমএলএসের নিয়ম অনুযায়ী, অল-স্টার ম্যাচের জন্য নির্বাচিত খেলোয়াড়রা যদি চোট বা অন্য বৈধ কারণ ছাড়া না খেলেন, তবে তাদের এক ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে। মায়ামি কর্তৃপক্ষ শেষ মুহূর্তে লিগকে জানিয়েছিল, মেসি ও আলবা খেলতে পারবেন না। তবে কোনো কারণ তখন জানানো হয়নি। ফলে দুজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সম্ভাবনা তৈরি হয়েছে।
এমএলএস কমিশনার ডন গারবার শাস্তি প্রসঙ্গে স্পষ্ট কিছু বলেননি। ম্যাচ শুরুর আগে তিনি জানান, ‘আগামী সপ্তাহে যা ঘটবে, তা নিয়ে এখনই কিছু বলব না।’ তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, নিয়ম মেনেই সিদ্ধান্ত নিতে হবে এবং মেসিকে অল-স্টার ম্যাচে দেখতে চেয়েছিল সবাই।
গত ২৫ দিনে মেসি ক্লাব বিশ্বকাপ ও মায়ামির হয়ে ৯ ম্যাচ খেলেছেন, প্রতিটিতেই পূর্ণ ৯০ মিনিট মাঠে ছিলেন। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে জোড়া গোল করলেও কোনো চোটের ইঙ্গিত মেলেনি। গারবার স্বীকার করেছেন যে মায়ামির খেলার সূচি অন্য দলগুলোর তুলনায় অনেক বেশি ঘনিষ্ঠ ছিল, তবে তিনি এটাও উল্লেখ করেছেন, ‘মেসির না খেলার বিষয়টি আমাদের আরও আগে জানানো উচিত ছিল, এতে কোনো সন্দেহ নেই।'
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment