মাত্র এক সেঞ্চুরিতে তিন কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে পারেন রুট

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় আপাতত পঞ্চম স্থানে আছেন জো রুট। তবে খুব শিগগিরই তিনি উঠে যাবেন দ্বিতীয় স্থানে—এ নিয়ে কোনো সন্দেহ নেই।


এ মুহূর্তে রুটের সংগ্রহ ১৩,২৫৯ রান। তাঁর সামনে আছেন রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯), রিকি পন্টিং (১৩,৩৭৮) ও শচীন টেন্ডুলকার (১৫,৯২১)। দ্রাবিড়, ক্যালিস এবং পন্টিং রুটের নাগালের মধ্যেই, আর তাদের পেছনে ফেলার সুযোগ আসছে এই সপ্তাহেই।


২৩ জুলাই বুধবার শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ ওল্ড ট্র্যাফোর্ডে। এই টেস্টেই এক লাফে দ্রাবিড় ও ক্যালিসকে ছাড়িয়ে যেতে রুটের দরকার মাত্র ৩১ রান। পন্টিংকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠতে লাগবে আরও ১২০ রান।


রুটের সাম্প্রতিক ফর্ম এবং ওল্ড ট্র্যাফোর্ডে তাঁর অসাধারণ রেকর্ড তাঁকে এই মাইলফলকের একেবারে কাছাকাছি নিয়ে এসেছে। ইংল্যান্ডের এই মাঠে ১১টি টেস্টে তিনি করেছেন ৯৭৮ রান, গড় ৬৫.২০, যেখানে রয়েছে একটি সেঞ্চুরি এবং সাতটি হাফসেঞ্চুরি।


ভারতের বিপক্ষে লর্ডসে সর্বশেষ টেস্টে রুট করেছিলেন প্রথম ইনিংসে ১০৪ এবং দ্বিতীয় ইনিংসে ৪০ রান। তাঁর এই পারফরম্যান্সেই ২২ রানে জিতেছিল ইংল্যান্ড এবং সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে তারা।

 

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে