যে অভিযোগে বরখান্ত কোচ সালাউদ্দিন! কঠোর হুঁশিয়ারি বুলবুলের

 


বিসিবির আ'স্থার সংক'টে সালাউদ্দিন ! কোচিং স্টাফে পরিবর্তন আসতে পারে - চাকরি হারানোর শ'ঙ্কায় মোহাম্মদ সালাউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে পক্ষপা'তিত্বসহ একাধিক অভিযো'গ উঠেছে। দল নির্বাচন থেকে শুরু করে মাঠের কৌশল নির্ধারণ পর্যন্ত তাঁর অপ্রয়োজনীয় হ'স্তক্ষে'প নিয়ে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এসব অভিযোগ অস্বী'কার করেছে ! তবে বুলবুল বলেছেন কোন অভিযোগ পাওয়া গেলে কাওকেই ছাড় দেওয়া হবেনা।

তবে ভেতরের খবর, সালাউদ্দিনের প্রতি আস্থার জায়গায় বড় ফা-টল দেখা দিয়েছে। পরিস্থিতি বদলাতে থাকলে এবং কোচিং স্টাফে রদবদল হলে তাঁর সঙ্গে বর্তমান চুক্তি বাতিলের সম্ভাবনাও তৈরি হতে পারে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে