সাকিবের দেশে ফেরার রাস্তা খুলে গেল,পেলেন বড় সুখবর
রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। দেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বিক্ষোভের মুখে তা সম্ভব হয়নি। ভারত সিরিজের পর থেকে তিনি আর জাতীয় দলে নেই।
তবে, কদিন পরপরই সাকিবকে ফেরানো নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের। কদিন আগেই বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছিলেন, এই অলরাউন্ডারের দলে ফেরার বিষয়টি দেখবেন নির্বাচকরাই।
এবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু স্পষ্ট জানিয়েছেন যে, সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা আছে। সাকিব বর্তমানে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) ব্যস্ত সময় পার করছেন। দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচেই তিনি দুর্দান্ত পারফর্ম করে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি বল হাতে ৪ উইকেট শিকার করেছেন।
এরপরই আবার সাকিবকে দলে ফেরানো নিয়ে আলোচনা জোরালো হয়েছে। এমন অবস্থায় মিঠু বলেছেন, "বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা কী চিন্তা করছে..."
তিনি সাকিবের ফেরার ইঙ্গিত দিয়ে আরও বলেছেন, "আগে কীভাবে চলেছে জানি না কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।"
রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণ যাই হোক না কেন, সাকিবের মাঠের পারফরম্যান্স যে এখনো অসামান্য, তা তিনি বারবার প্রমাণ করছেন। এই পরিস্থিতিতে সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে নতুন করে আশার আলো দেখছেন ক্রিকেটপ্রেমীরা।
Comments
Post a Comment