দেশে ফিরলেই বিবেচনায় আসবেন সাকিব, জানালেন বিসিবি সভাপতি
জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান প্রায় আট মাস ধরে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে খেলার আগ্রহ এখনও প্রকাশ করে যাচ্ছেন তিনি। তবে রাজনৈতিক অস্থিরতার পর হত্যা মামলার আসামি হওয়ায় গ্রেফতার আতঙ্কে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন সাকিব, আর এ কারণেই জাতীয় দলে ফেরাও আটকে আছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, জাতীয় দলে ফেরার জন্য সাকিবকে আগে দেশে ফিরতে হবে। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন,
‘সাকিব বাংলাদেশের ক্রিকেটার, সব ফরম্যাট থেকে অবসর নেননি, তাই তিনি এখনও অ্যাভেইলেবল। তবে দলে নেওয়ার সিদ্ধান্ত আমার নয়, সিলেকশন কমিটির। যদি তারা মনে করে সাকিবের ফিটনেস ঠিক আছে, তাহলে তিনি খেলতে পারবেন। কিন্তু এর আগে সাকিবকে দেশে ফিরতে হবে বা দেশে থাকতে হবে, তারপরই বিষয়টি বিবেচনায় আসবে।’
গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফেরেননি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলমান। একসময় দেশের মাটিতে শেষ টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি, কিন্তু নিরাপত্তা উদ্বেগের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।
সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল, বিদেশের মাটিতে বাংলাদেশ দলের হয়ে মাঠে নামতে পারেন সাকিব। তবে বিসিবি সভাপতি বুলবুল স্পষ্ট জানিয়ে দিলেন—জাতীয় দলে ফিরতে হলে প্রথমে দেশে আসতে হবে, এরপর নির্বাচকরা ফিটনেস যাচাই করে সিদ্ধান্ত নেবেন।
Comments
Post a Comment