নাহিদের অভিযোগ:এনসিপির পথরেখায় বাধা সৃষ্টি করা হচ্ছে


 জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিভিন্ন স্থানে পদযাত্রায় বাধার মুখে পড়ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের স্টেশন রোডের মোটেল সৈকতে জুলাই শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


নাহিদ ইসলাম বলেন, “আমরা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। আপনারা দেখেছেন, গোপালগঞ্জে আমাদের সঙ্গে কী ঘটেছে। বিভিন্ন স্থানে নানা ধরনের বাধা আসছে। আমরা সবার কাছে দোয়া চাই; দোয়া আমাদের জন্য সবচেয়ে মূল্যবান।”


তিনি অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন স্থানে এখনো স্বৈরাচারের সহযোগীরা বহাল থাকায় শহিদ পরিবারগুলো প্রাপ্য সম্মান পাচ্ছেন না। নাহিদ বলেন, “আমরা সারাদেশে শহিদ পরিবারের সঙ্গে বসছি এবং প্রায় সবার সমস্যাই একই। সরকারের নেওয়া অনেক উদ্যোগ মাঠপর্যায়ে পৌঁছাচ্ছে না। এ কারণে অভিযোগগুলো বারবার শুনতে হচ্ছে।”


শহিদ পরিবারের উদ্দেশে নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা দলীয় পরিচয়ে আসিনি। অভ্যুত্থানের সময় আমরা একসঙ্গে ছিলাম। শহিদদের কোনো দল নেই, তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। আমরা সবাইকে একই পরিবারের সদস্য মনে করি।”


শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপি নেতারা পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে রাঙামাটির উদ্দেশে রওনা দেন। বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম নগরীতে তাদের পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


এদিকে, গোপালগঞ্জ ও কক্সবাজারে এনসিপির কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বহদ্দারহাট থেকে ষোলশহর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে সমাবেশ চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ডগ স্কোয়াডসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। 

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে