অনাহারে নিঃশেষ জীবন: গাজায় মৃত্যু মিছিল থামছে না
দফায় দফায় হামলা এবং খাদ্য সহায়তার প্রবেশে বাধা দেওয়ার কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট চলছে। গত ২৪ ঘণ্টায় অনাহারে প্রাণ হারিয়েছেন আরও ১৫ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছেন মাত্র ছয় সপ্তাহ বয়সী ইউসুফ আবু জাহির, যিনি দুধের অভাবে মারা গেছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংকটে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত ১০১ জন ফিলিস্তিনির, যাদের মধ্যে ৮০ জনের বেশি শিশু। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুর হার আরও বেড়েছে।
ইউসুফের চাচা আদহাম আল-সাফাদি বার্তাসংস্থা রয়টার্সকে জানান, “বাজারে শিশুখাদ্য নেই। কোথাও দুধ পাওয়া গেলেও একটি ছোট টিনের দাম প্রায় ১০০ ডলার।” নতুন মৃতদের মধ্যে আরও তিনজন শিশু রয়েছে, যাদের একজন ১৩ বছর বয়সী আব্দুলহামিদ আল-ঘালবান, যিনি খান ইউনিসের একটি হাসপাতালে মারা গেছেন।
চলতি বছরের মার্চের মধ্যে গাজার খাদ্য মজুত প্রায় শেষ হয়ে যায়। যদিও মে মাসে ইসরায়েল আংশিকভাবে অবরোধ শিথিল করে, অনুমোদিত ত্রাণের পরিমাণ ভয়াবহ সংকট মোকাবিলায় যথেষ্ট নয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ ত্রাণ বিতরণ করলেও, ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও এক হাজারের বেশি ফিলিস্তিনি। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করলেও অবরোধ ভাঙতে এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
Comments
Post a Comment