গন গ্রেফতার নয় ,প্রকৃত অপরাধী শনাক্ত করেই অভিযান গোপালগঞ্জে পুলিশের অবস্থান
গোপালগঞ্জে গণগ্রেফতার চলছে না, শুধুমাত্র প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২০ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা ও কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব ছিল। তবে পরিস্থিতি এখন আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। কারফিউ তুলে নেওয়া হয়েছে, শিগগিরই ১৪৪ ধারাও প্রত্যাহার করা হবে।
আওয়ামী লীগের ডাকা হরতাল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার হরতালে নাশকতার মাত্রা তুলনামূলকভাবে অনেক কম ছিল। সহনশীলতা ও শৃঙ্খলার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তিনি সবাইকে গণতান্ত্রিক সৌন্দর্য বজায় রেখে মত প্রকাশের আহ্বান জানান এবং অশালীন ভাষা ও আক্রমণাত্মক আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দেন।
Comments
Post a Comment