সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ


 তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর টাইগারদের লক্ষ্য এবার দ্বিতীয় ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করা। শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করে ঝুঁকি নিতে চায় না দলটি।


পাকিস্তানের বিপক্ষে আগে কখনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তাই এবার ইতিহাস গড়ার হাতছানি লাল-সবুজদের সামনে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশের জয় মাত্র তিনটি। এর মধ্যে দুটি জয় এসেছে ২০১৫ ও ২০১৬ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে, আর সর্বশেষ জয়টি গত রোববার শেরে বাংলায়।

এদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি শোক জানাতে আজ দুই দলের ক্রিকেটাররাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে