স্টোকস ছাড়াই ভারতের মুখোমুখি ইংল্যান্ড, ওভাল টেস্টে পোপের নেতৃত্বে নতুন একাদশ
ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওভাল টেস্টে ইংল্যান্ড দল পাচ্ছে না অধিনায়ক বেন স্টোকসকে। আগামীকাল শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন স্টোকসসহ আরও তিনজন—মোট চার পরিবর্তন এনেছে ইংল্যান্ড দল। নতুন অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার ওলি পোপ।
আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি নিশ্চিত করে। ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’র প্রথম চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।
স্টোকসের অনুপস্থিতি নিয়ে শঙ্কা ছিল আগেই। ওল্ড ট্রাফোর্ডে শেষ টেস্টে ফিল্ডিংয়ের সময় একাধিকবার অস্বস্তি প্রকাশ করেছিলেন তিনি। ম্যাচশেষেও ইঙ্গিত দিয়েছিলেন শেষ টেস্টে একাদশে বড় পরিবর্তন আসতে পারে।
চার ম্যাচে ১৭ উইকেট ও ৩০৪ রান করা স্টোকসের না খেলাটা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। দল সূত্রে জানা গেছে, ইনজুরি সমস্যার কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছে।
স্টোকসের বিকল্প হিসেবে আগেই দলে যোগ দেন জেমি ওভারটন। ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার এখন পর্যন্ত খেলেছেন মাত্র একটি টেস্ট—২০২২ সালের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে।
ওভাল টেস্টের দলে আরও জায়গা পেয়েছেন জ্যাকব বেথেল, গাস অ্যাটকিনসন এবং জশ টাং। বাদ পড়েছেন লিয়াম ডসন, ব্রাইডন কার্স ও জফরা আর্চার।
এভাবে নতুন নেতৃত্বে ও সম্পূর্ণ ভিন্ন চেহারার দল নিয়ে সিরিজের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ইংল্যান্ড, যেখানে ভারতের লক্ষ্য থাকবে সিরিজ সমতায় ফেরানো।
Comments
Post a Comment